প্রতিষ্ঠানের ইতিহাস

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায়  আধুনিক ও মানসম্মত শিশু শিক্ষার মাধ্যমে কোমলমতি শিশুদের মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য ২০১২ সালে ১২ জন শিক্ষাথী  ও ২ জন শিক্ষক নিয়ে প্লেগ্রুপ শ্রেনিতে পাঠদান দিয়ে মেরিট একাডেমীর পথচলা।হেসেখেলে পড়ি,জীবনটাকে গড়ি-এভাবে পথ পেরিয়ে মেরিট একাডেমী ২০১৯ সালে  ৩২০ জন কোমলমতি ছাত্র/ছাত্রীকে ১৮ জন শিক্ষকমন্ডলী  প্লেগ্রুপ থেকে পঞ্চম শ্রেনি পযন্ত পাঠদান দিচ্ছে।বহু চড়াই-উৎড়াই পেরিয়ে প্রতিষ্ঠানটি  আট বছর অতিকম করছে।

মেরিট একাডেমীর মূলনীতিঃশিক্ষা-সততা-শৃংখলা-পরিচ্ছন্নতা।

মেরিট একাডেমীর উদ্দেশ্যঃমানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্বদানের জন্য নীতিবান,কুসস্কারমুক্ত,অসাম্প্রদায়িক,দেশপ্রেমিক,মেধাবী শিক্ষাথী গড়ে তোলা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

© All rights reserved © 2018 popularhostbd.com
Design & Developed BY ShabbirDigital.com