অধ্যক্ষের বাণী

মেরিট একাডেমী ২০১২ সালে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের স্বনামধন্য ব্যাক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষক মোঃ মনিরুজ্জামান খান বাবু প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানটি সুযোগ্য শিক্ষকমন্ডলী ও পরিচালনা পষদ দ্বারা পরিচালিত হয়ে আসছে।২০১৯ সালে প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক,১ জন কমচারী ও ৩২০ জন ছাত্র/ছাত্রী আছে।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন মানসম্মত করার জন্য অপরিহার্য হচ্ছে অঙ্গীকার ও সার্বিক গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল ও উদ্ভাবনীমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দরকার অনুকুল অবকাঠামো ও পরিবেশ। আমরা অঙ্গীকারাবদ্ধ, গুণগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ঠ এবং অবকাঠামো ও পরিবেশগত দিক দিয়ে মাশাল্লাহ্ উপজেলায় ভালো অবস্থানে আছে। তাই, আসুন আমরা যার যার অবস্থান থেকে সাহায্য করে যেমন,  মেধা দিয়ে, কেউবা পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হউন। আমিন!

সালমা আকতার
অধ্যক্ষ
মেরিট একাডেমী

শরনখোলা,বাগেরহাট।

© All rights reserved © 2018 popularhostbd.com
Design & Developed BY ShabbirDigital.com