প্রতিষ্ঠানের ইতিহাস

বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায়  আধুনিক ও মানসম্মত শিশু শিক্ষার মাধ্যমে কোমলমতি শিশুদের মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য ২০১২ সালে ১২ জন শিক্ষাথী  ও ২ জন শিক্ষক নিয়ে প্লেগ্রুপ শ্রেনিতে পাঠদান দিয়ে মেরিট একাডেমীর পথচলা।হেসেখেলে পড়ি,জীবনটাকে গড়ি-এভাবে পথ পেরিয়ে মেরিট একাডেমী ২০১৯ সালে  ৩২০ জন কোমলমতি ছাত্র/ছাত্রীকে ১৮ জন শিক্ষকমন্ডলী  প্লেগ্রুপ থেকে পঞ্চম শ্রেনি পযন্ত পাঠদান বিস্তারিত...


প্রতিষ্ঠাতার বাণী

শরনখোলা উপজেলার  দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত শিশু শিক্ষার সেবা পৌঁছে দেবার লক্ষ্যে  ২০১২ সালে মেরিট একাডমীর পথচলা।শরনখোলার কতিপয় শিক্ষানুরাগী ও গুনীজনদের নিদেশনা অনুসারে ,অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পাঠদান ও পরিশ্রমে মেরিট একাডেমী আজ নিভরযোগ্য শিশুশিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।একাডেমী ২০১৩ সালে বাংলাদেশ কিন্ডাগাটেন এসোসিয়শনে সদস্য হিসেবে অন্তভুক্ত হয়।২০১৬ সালে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ে প্রয়োজনীয়  কাগজপত্র জমা দয়া হয় বিস্তারিত...

অধ্যক্ষের বাণী

মেরিট একাডেমী ২০১২ সালে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের স্বনামধন্য ব্যাক্তিত্ব ও বিশিষ্ট শিক্ষক মোঃ মনিরুজ্জামান খান বাবু প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠানটি সুযোগ্য শিক্ষকমন্ডলী ও পরিচালনা পষদ দ্বারা পরিচালিত হয়ে আসছে।২০১৯ সালে প্রতিষ্ঠানে ১৬ জন শিক্ষক,১ জন কমচারী ও ৩২০ জন ছাত্র/ছাত্রী আছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন মানসম্মত করার জন্য অপরিহার্য হচ্ছে অঙ্গীকার ও সার্বিক বিস্তারিত...


নোটিশ বোর্ড

অফিসিয়াল লিংক

গুরুত্বপূর্ণ লিংক

© All rights reserved © 2018 Educational
Design & Developed BY POPULAR HOST BD