প্রতিষ্ঠাতার বাণী

শরনখোলা উপজেলার  দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত শিশু শিক্ষার সেবা পৌঁছে দেবার লক্ষ্যে  ২০১২ সালে মেরিট একাডমীর পথচলা।শরনখোলার কতিপয় শিক্ষানুরাগী ও গুনীজনদের নিদেশনা অনুসারে ,অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর পাঠদান ও পরিশ্রমে মেরিট একাডেমী আজ নিভরযোগ্য শিশুশিক্ষা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।একাডেমী ২০১৩ সালে বাংলাদেশ কিন্ডাগাটেন এসোসিয়শনে সদস্য হিসেবে অন্তভুক্ত হয়।২০১৬ সালে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ে প্রয়োজনীয়  কাগজপত্র জমা দয়া হয় নিবন্ধীত হওয়র জন্য।

২০১৮ সালে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাশসহ কৃতিত্বপূন ফলাফল অজ্ন করে।

আগামীতেও এই একাডেমীর সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে একাডেমীর সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই একাডেমীর সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

মোঃ মনিরুজ্জামান খান বাবু
প্রতিষ্ঠাতা
মেরিট একাডেমী

শরনখোলা,বাগেরহাট।

© All rights reserved © 2018 Educational
Design & Developed BY POPULAR HOST BD