• 01646990850
  • info.popularhostbd@gmail.com

সংগঠনের ইতিহাস

বিসমিল্লাহির রাহমানির রাহীম

অসহায় মানুষের পাশে আমরা…

★রুহি ফাউন্ডেশন★ ( একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন) মোছাঃ রুহি হাসান তুলি নিজের উদ্যোগে এ বিভিন্ন অসহায় রুগিদের রক্ত জোগার করা ও এতিম বাচ্চাদের সহায়তা করতেন। পরবর্তীতে আরও বৃহৎ আকারে বিভিন্ন সামাজিক কাজ করার জন্য এই সংগঠন টা প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালের ১৪ এপ্রিল কিছু সদস্য কে সাথে নিয়ে ★রুহি ফাউন্ডেশন ★ প্রতিষ্ঠা করেন৷

★রুহি ফাউন্ডেশন★ কার্যক্রম সমূহ:

১: সেচ্ছায় রক্তদান।

২: বৃক্ষরোপন।

৩:শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ।

৪:ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।

৫: দুস্থদের মাঝে আর্থিক সহায়তা করা।

৬: বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ।

৭:নিয়মিত ফ্রি ব্লাড ক্যাম্পিং।

৮: মাদক মুক্ত সমাজ গঠন।

৯: পরিস্কার পরিচ্ছন্ন সমাজ গড়া।

১০: প্রতিভা বিকাশ কর্মসূচী।

১১. এতিম বাচ্চাদের পাশে দাড়ানো।

১২. সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

১৩. বেকারদের কর্মসংস্থান। সৃষ্টির লক্ষ্য কাজ করা।

১৪. খেলা ধুলার জন্য সহযোগিতা করা।

১৫. ফুড ব্যাংকিং কার্যক্রম।

১৬. বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য দের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করে মানুষের জন্য কাজ করা।

সকলে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা।

★রুহি ফাউন্ডেশন ★ ( একটি অরাজনৈতিক ও সমাজ সেবামূলক সংগঠন) “””