ডলার রিসেলারের প্রশ্ন ও উত্তর

ডলার রিসেলারের প্রশ্ন ও উত্তর   আমাদের ভুবনে অভিনন্দন আপনাকে

১। প্রশ্নঃ আপনাদের ডায়ালার কিভাবে কাজ করে ?

১। উত্তরঃ আমাদের ডায়ালার ব্যবহার করা খুব সহজ এবং খুব সহজেই আন্তর্জাতিক কল করা যায় । আপনি আমাদের ডায়ালার আপনার পিসি অথবা মোবাইলে ইনস্টল করে নিলে ব্যবহার করতে পারবেন । ডায়ালার-এর মাধ্যমে কল করতে কলিং কার্ড-এর মতো বারবার পিন দিতে হয়না বা কোন ফোন নাম্বার রেজিস্টার করতে হয় না । শুধুমাত্র ইন্টারনেট-এর মাধ্যমে কান্ট্রি কোড এরিয়া কোড ব্যবহার করে আপনি মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোন দেশে কল করতে পারবেন ।

২। প্রশ্নঃ আমি কিভাবে আপনাদের গ্রাহক হতে পারি ?

২। উত্তরঃ আপনি আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা আপনার ক্রেডিট কার্ড ব্যাংক বিকাশ রকেট নগদ পেমেন্ট ব্যবহার করে আমাদের ওয়েব সাইট থেকে আপনার পিন [ইউসার নেম এবং পাসওয়ার্ড নিতে পারেন ।

৩। প্রশ্নঃ আপনাদের সাথে রেজিস্ট্রেশন করতে কোন ফী দিতে হয় ?

৩। উত্তরঃ না কোন ফী দিতে হয় না, আমরা আমাদের সফটওয়্যার বিনামূল্যেই দিয়ে থাকি শুধুমাত্র পিন এর মুল্য দিতে হবে ।

৪। প্রশ্নঃ আমি কি আমার বর্তমান পিন রিচার্জ করতে পারবো ?

৪। উত্তরঃ অবশ্যই পারবেন । আপনি ক্রেডিট কার্ড ব্যাংক বিকাশ রকেট নগদ পেমেন্ট মাধ্যমে অথবা আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করে রিচার্জ করতে পারেন ।

৫। প্রশ্নঃ আমি কিভাবে আপনাদের পেমেন্ট করব ?

৫। উত্তরঃ আপনি আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা আপনার ক্রেডিট কার্ড ব্যাংক বিকাশ রকেট নগদ পেমেন্ট ব্যবহার করে আমাদের ওয়েব সাইট থেকে পেমেন্ট করতে পারেন ।

৬। প্রশ্নঃ আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করি তাহলে কি আমার পিন বন্ধ হয়ে যাবে ?

৬। উত্তরঃ না আমাদের পিন ব্যালেন্স না থাকলেও কখনোই বন্ধ হবে না।

৭। প্রশ্নঃ যদি ফোন না ধরে অথবা লাইন ব্যস্ত থাকে তাহলেও কি আমার বিল কাটবে ?

৭। উত্তরঃ না অবশ্যই না । শুধুমাত্র কানেক্টেড কলের জন্য বিল হবে ।

৮। প্রশ্নঃ মোবাইল ডায়ালার কিভাবে ব্যবহার করা যাবে ?

৮। উত্তরঃ যেকোন Android, IOS(Apple Phone), Windows phone, Nokia মোবাইল-এ অথবা কম্পিউটার-এ আমাদের সফট্‌ওয়ার ইনস্টল করে ব্যবহার করা যাবে ।

৯। প্রশ্নঃ আমি রিসেলার কিভাবে পেতে পারি ?

৯। উত্তরঃ জী আপনি পেতে পারেন, আপনি আপনার ইমেইল এড্রেস আমাদের পাঠিয়ে দিন, এবং কি নামে রিসেলার একাউন্ট হবে তা আমাদের জানান। আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট আপনার রিসেলার একাউন্ট তৈরী করে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে দিবে।

১০। প্রশ্নঃ আমি কি বাংলা টাকায় রিসেলার পেতে পারি ?

১০। উত্তরঃ জী স্যার, আপনি যেকোন কারেন্সিতে নিতে হবে। প্রশ্নঃআপনারা কি বাংলা রেট চার্ট আমাকে ঠিক করে দিবেন ?

প্রশ্নঃআপনারা কি বাংলা রেট চার্ট আমাকে ঠিক করে দিবেন ?

উত্তরঃ জী হ্যাঁ, আপনদেরকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

১১। প্রশ্নঃ সারা দিনে কতক্ষণ আপনারা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকেন ?

উত্তরঃ আমরা ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকি ।

১২। প্রশ্নঃ আমি কি একটা টেস্ট পিন পেতে পারি ?

উত্তরঃ জী হ্যাঁ স্যার, আপনি পেতে পারেন । আপনার ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস আমাদের দিলে আমরা আপনাকে ডায়ালার টেস্ট পিন পাঠিয়ে দিব।

১৩। প্রশ্নঃ আমি কি ১/ ১০/ ১০০/ ৫০০ US ডলার আমার একাউন্টে এডভান্স পেতে পারি ?

উত্তরঃ জী না স্যার, আমরা রিসেলার একাউন্ট-এ কোন ক্রেডিট দেই না। পেমেন্ট করে দেয়ার পর আপনি আপনার রিসেলার একাউন্ট-এ ব্যালেন্স পেয়ে যাবেন। যদি আপনি রেট এবং কো্য়ালিটি চেক করে দেখতে চান তাহলে আমরা আপনাকে সম্পূর্ণ রেট চার্ট এবং টেস্ট পিন দিতে পারি।

প্রশ্নঃ আমি আপনাদের ডায়ালার কোথা থেকে ডাউনলোড করতে পারবো?

উত্তরঃ আপনি আমাদের ওয়েব পেজ এর “ডায়ালার ডাউনলোড” পেজ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডায়ালার ডাউনলোড করে নিতে পারেন অথবা Play store, Itune store থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

১৫। প্রশ্নঃ অন্যরা ক্রেডিট দিয়ে থাকে আপনারা কেন দিচ্ছেন না কেন ?

১৫। উত্তরঃ দুঃখিত স্যার, কোন কাস্টমারকে ক্রেডিট দেয়ার নিয়ম নেই ।সার্ভিসের সমস্যা

১৬। প্রশ্নঃ আমার এখানে কথা কেটে কেটে আসছে ?

১৬। উত্তরঃ দয়া করে আপনার পিন নাম্বার, যে নাম্বারে কল করা হয়েছে সে নাম্বার এবং কল এর সময়-টা আমাদেরকে জানান তাহলে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সমস্যাটার সমাধান করবেন।

১৭। প্রশ্নঃ আমার এখানে কিছু সময় পর পর কল কেটে যাচ্ছে ?

১৭। উত্তরঃ দয়া করে আপনার পিন নাম্বার, যে নাম্বারে কল করা হয়েছে সে নাম্বার এবং কল এর সময়-টা আমাদেরকে জানান তাহলে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সমস্যাটার সমাধান করবেন।

১৮। প্রশ্নঃ আমার এখানে নাম্বার ডায়াল করার পর কোন ধরনের শব্দ পাচ্ছি না ।

১৮। উত্তরঃ দয়া করে আপনার পিন নাম্বার, যে নাম্বারে কল করা হয়েছে সে নাম্বার এবং কল এর সময়-টা আমাদেরকে জানান তাহলে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সমস্যাটার সমাধান করবেন।

১৯। প্রশ্নঃ আমার কল কানেক্ট হতে অনেক সময় নিচ্ছে , এর কারন কি ?

২০। উত্তরঃ দয়া করে আপনার পিন নাম্বার, যে নাম্বারে কল করা হয়েছে সে নাম্বার এবং কল এর সময়-টা আমাদেরকে জানান তাহলে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সমস্যাটার সমাধান করবেন।

২১। প্রশ্নঃ কল-এর সময় প্রচুর শব্দ হচ্ছে ?

২১। উত্তরঃ দয়া করে আপনার পিন নাম্বার, যে নাম্বারে কল করা হয়েছে সে নাম্বার এবং কল এর সময়-টা আমাদেরকে জানান তাহলে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট সমস্যাটার সমাধান করবেন।

২২। প্রশ্নঃ আমি আমার রিসেলার একাউন্ট-এ নতুন টেরিফ তৈরি করতে পারছিনা ।

২২। উত্তরঃ দয়া করে আমাদের বিক্রিতা প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার রিসেলার একাইন্ট আইডি দিন, তারা আপনার সমস্যার সমাধান করে দিবেন ।

Comments are closed.

Featured Video